Coronavirus in India

COVID in India: সাড়ে চার লক্ষ ছাড়াল দেশের মোট মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১২৫৭

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লক্ষ ১৫ হাজার ৫৬৯ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২১ ১০:১৭
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

পর পর দু’দিন ২০ হাজার ছাড়াল দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ২৫৭ জন। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় এক হাজার কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লক্ষ ১৫ হাজার ৫৬৯ জন।

Advertisement

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যাও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কম রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৭১ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ১২৭ জনের। এ বছর ২ জুলাই মোট মৃত্যু চার লক্ষ পেরিয়েছিল।

আক্রান্ত কম থাকায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে প্রায় চার হাজার। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ২ লক্ষ ৪০ হাজার ২২১ জন। দেশেরহ মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন কেরলে। যদিও গত সপ্তাহ ধরেই তা ১৫ হাজারের নীচে থাকছে। মহারাষ্ট্রেও তিন হাজারের নীচে এবং তামিলনাড়ুতে দেড় হাজারের আশপাশে ঘুরছে আক্রান্তের সংখ্যা। কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে তা নিয়ন্ত্রণে এলেও মিজোরামে গত ২৪ ঘণ্টায় ফের হাজার ছাড়িয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement