দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
তিন দিন পর ফের ৪০ হাজারের নীচে নামল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬২৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫।
সংক্রমণ কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। শুক্রবার দৈনিক মৃত্যু নেমেছিল ৫০০-র নীচে। কিন্তু শনিবার তা ৬১৭। আট দিন পর দেশের দৈনিক মৃত্যু ৬০০-র বেশি হল। সব মিলিয়ে দেশে করোনা প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জনের।
কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের সামান্য কম। মহারাষ্ট্রে তা ৫ হাজার ৫৩৯। কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ প্রায় একই আছে। ওড়িশাতে তা ১হাজার ২০৮। অসমে গত ২৪ ঘণ্টায় এক হাজারের নীচে নেমেছে। বাকি সব রাজ্যেই তা এক হাজারের নীচে। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে রোজ সংক্রমিত হচ্ছেন ৫০০-র বেশি।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ার জেরে দু’হাজার মতো কমেছে দেশের সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ১৫৩ জন। পাশাপাশি দেশে ৫০ কোটি টিকা এখনও অবধি দেওয়া হয়েছে। যা হয়তো অনেক দেশের তুলনায় বেশি। তবুও জনসংখ্যার নিরিখে লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই দূরে রয়েছে ভারত।