দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।
১২ হাজারের ঘরেই থাকল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭২৯ জন। বৃহস্পতিবার এবং বুধবার তা ছিল যথাক্রমে ১২ এবং ১১ হাজারের ঘরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত না কমলেও কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২২১ জনের। কেরলের দৈনিক মৃত্যু কম হওয়াতেই কমেছে দেশের দৈনিক মৃত্যু। অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৮৭৩ জনের। তবে গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা অল্প হলেও বেড়েছে। বাড়লেও তা দেড় লক্ষের নীচেই রয়েছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৯২২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা-পরীক্ষা হয়েছে গত কয়েক দিনের তুলনায় অনেকটা কম। মাত্র ৬ লক্ষ ৭০ হাজার ৮৪৭ জনের করোনা-পরীক্ষা দেশে হয়েছে গত ২৪ ঘণ্টায়।