Coronavirus in India

COVID in India: ৯ হাজারের ঘরেই থাকল দৈনিক আক্রান্ত, মৃত্যু নামল ৪০০-র নীচে

বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দেশে কমেছে দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯১ জনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১০:২৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ থাকল ১০ হাজারের নীচেই। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৬ জন। এর মধ্যে চার হাজার ৭০০ জনই কেরলের। দেশের বাকি সব রাজ্যে আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচেই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার ৭৫৭।

Advertisement

বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দেশে কমেছে দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯১ জনের। এর মধ্যে ৩২০ জনই কেরলের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭০ হাজার ১১৫ জন।

দেশে সক্রিয় রোগীর সংখ্যা ইতিমধ্যেই নেমেছে এক লক্ষের নীচে। যদিও গত ২৪ ঘণ্টা তা বেড়েছে ২১৩। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৯৯ হাজার ৯৭৬ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement