Coronavirus in India

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার, সক্রিয় রোগী ছাড়াল সাড়ে ৩১ লক্ষ

ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১০:৩৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে দেশের দৈনিক সংক্রমণ পৌঁছে গেল চার লক্ষের আরও কাছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। এই সংখ্যক আক্রান্ত গোটা অতিমারি পর্বে হয়নি কোনও দেশে। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। মোট আক্রান্তের নিরিখে ভারতের আগে শুধু আমেরিকা।

Advertisement

সংক্রমণের পাশাপাশি দেশে দৈনিক মৃত্যু পৌঁছে গিয়েছে সাড়ে তিন হাজারের আশপাশে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। এ নিয়ে কোভিডের জেরে দেশে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে। সেখানে দৈনিক মৃত্যু ৭০০-র বেশি। দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাতেও রোজ মৃতের সংখ্যা উল্লেখযোগ্য। বাকি রাজ্যগুলিতেও দৈনিক মৃত্যু বেড়েছে গত কয়েকদিনে।

নতুন আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ২০ হাজার ১০৭ জনের। গোটা অতিমারি পর্বে এক দিনে এত লোকের করোনা পরীক্ষা এর আগে হয়নি। গত দু’সপ্তাহ ধরেই দেশের সংক্রমণের হার রয়েছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় তা ২০.১৩ শতাংশ। এর পাশাপাশি দেশে টিকাকরণও চলছে। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকা না পাওয়ার অভিযোগ উঠছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২২ লক্ষ ২৪ হাজার ৫৩১ জন টিকা নিয়েছেন। এখনও অবধি দেশে টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement