দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।
প্রায় সাড়ে ছ’মাস পর মঙ্গলবার দেশের দৈনিক করোনা সংক্রমণ নেমেছিল ২০ হাজারের নীচে। বুধবারও তা ২০ হাজারের নীচেই। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৭ লক্ষ ১৬ হাজার ৪৫১।
আক্রান্তের সংখ্যা কমতেই মঙ্গলবার প্রায় ছ’মাস পর ২০০-র নীচে নেমেছিল মৃতের সংখ্যা। কিন্তু আক্রান্ত কম থাকলেও মৃত্যু ফের ৩৫০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের কারণে প্রাণ হারিয়েছেন ৩৭৮ জন। গোটা অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ৪৭ হাজার ৭৫১ জনের।
গত কয়েক দিন ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে সাড়ে ন’হাজারেরও বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৫২০ জন। দেশের অধিকাংশ রাজ্যেই নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি কেরলে। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং তামিলনাড়ুতে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। তবে মিজোরামে পরিস্থিতি বদলের কোনও লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টাতেও সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮০ জন।