Coronavirus in India

COVID in India: দেশের দৈনিক মৃত্যুর সিংহভাগই কেরলে, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় সাড়ে ১৩ হাজার

গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৫৮৫ জন কোভিড আক্রান্ত। এর মধ্যে কেরলেই মৃত্যু হয়েছে ৪৮২ জনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ১০:০৫
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক করোনা সংক্রমণ মঙ্গলবারের তুলনায় প্রায় এক হাজার বাড়ল বুধবার। যদিও তা ১৫ হাজারের নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৫১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ১৫ হাজার ৬৫৩।

Advertisement

আক্রান্ত কম থাকলেও গত কয়েক দিনে দেশে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। এই মৃত্যুর সিংহভাগই হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৫৮৫ জন কোভিড আক্রান্ত। এর মধ্যে কেরলেই মৃত্যু হয়েছে ৪৮২ জনের। বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণেই রয়েছে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু ছাড়া সব রাজ্যেই তা দশের কম।

দৈনিক সংক্রমণ অধিকাংশ রাজ্যেই আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে। কেরলে তা নেমেছে সাত হাজারের ঘরে, মহারাষ্ট্রে হাজারের ঘরে। তামিলনাড়ুতে তা হাজারের ঘরে থাকলেও কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে ৫০০-র নীচে নেমেছে। তবে দুর্গাপুজোর পর থেকে পশ্চিমবঙ্গে সংক্রমণ কিছুটা হলেও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮০৬ জন। মিজোরামে আগের থেকে কমলেও দৈনিক সংক্রমণ হাজারের নীচে নেমেছে।

Advertisement

সংক্রমণ কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৫ কমে দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৬৬১ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement