Coronavirus in India

COVID in India: মৃত্যু ৪৫০-র বেশি থাকলেও আক্রান্ত কমে ফের ৮ হাজারের ঘরে

ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৩৮ জন। কেরলে তা নেমেছে পাঁচ হাজারের নীচে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১০:০১
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

চার দিন ১০ হাজারের কম থাকার পর শুক্রবার দেশের দৈনিক কোভিড সংক্রমণ গিয়েছিল সাড়ে ১০ হাজারে। শনিবার তা ফের নামল আট হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৩৮ জন। কেরলে তা নেমেছে পাঁচ হাজারের নীচে। যদিও মহারাষ্ট্র গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হিসাব দেয়নি। দেশের বাকি সব রাজ্যেই আক্রান্ত এক হাজারের নীচে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৬৩ হাজার ৭৪৯।

Advertisement

আক্রান্ত কমলেও শনিবার কমেনি দৈনিক আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছেন ৪৬৫ জন। এর মধ্যে ৩৮৮ জনই কেরলের। মহারাষ্ট্রে ৩৪ এবং তামিলনাড়ুতে তা ১১। বাকি সব রাজ্যেই তা ১০-এ কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৬৭ হাজার ৯৩৩ জন।

আক্রান্ত কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৩ হাজার ১১৪। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৭ হাজার ১৯ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement