Coronavirus in India

COVID in India: ন’হাজারের ঘরেই থাকল আক্রান্ত, সক্রিয় রোগী নামল ১ লক্ষ ১০ হাজারের নীচে

আক্রান্ত কমলেও দৈনিক মৃত্যু তেমন কমেনি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২১ ১০:২৪
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—সনৎ সিংহ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ বুধবারের থেকে একটু কমলেও থাকল ন’হাজারের বেশিই। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১১৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৪৪ হাজার ৮৮২।

Advertisement

আক্রান্ত কমলেও দৈনিক মৃত্যু তেমন কমেনি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। এর মধ্যে ৩০৮ জনই কেরলে। মহারাষ্ট্রে মৃত্যু বেড়ে হয়েছে ৪১। তামিলনাড়ুতে ১৪ এভং পশ্চিমবঙ্গে তা ১২ রয়েছে। বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু পাঁচের মধ্যে রয়েছে।

আক্রান্তের সংখ্যা কমতে থাকায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিক ভাবে কমছে। গত চার দিন দৈনিক আক্রান্ত ১০ হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ হাজার ৫৪১ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৯৪০ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement