Coronavirus in India

COVID in India: প্রায় দেড় বছর পর সাত হাজারের ঘরে নামল দেশের দৈনিক আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। ২০২০ সালের ৩০ মে মাসের পর এই প্রথম এত কম হল দৈনিক সংক্রমণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ১০:০০
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—সনৎ সিংহ।

আরও কমল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। ২০২০ সালের ৩০ মে মাসের পর এই প্রথম এত কম হল দৈনিক সংক্রমণ। কেরলে নিয়ন্ত্রণে আসতেই কমেছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৪৮০।

Advertisement

আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু। এবং দৈনিক মৃত্যুর অধিকাংশটাই হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছে ২৩৬ জন। এর মধ্যে কেরলেই ১৮০ জন। বাকি সব রাজ্যেই তা নিয়ন্ত্রণে। আক্রান্ত কম হওয়ায় কমছে সক্রিয় রোগীও। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৪ হাজার ৮৫৯। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ১৩ হাজার ৫৮৪ জন।

কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৩ হাজার ৬৯৮। এর জেরেই দেশে কমেছে দৈনিক আক্রান্ত। বাকি রাজ্যগুলিতেও হাজারের নীচেই রয়েছে আক্রান্ত। মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ৫০০-র বেশি। বাকি সব রাজ্যে তা ৫০০-র কম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement