Coronavirus in India

COVID in India: কিছুটা কমল দেশের দৈনিক সংক্রমণ, মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশ দুই রাজ্য থেকেই

দেশের মধ্যে সবথেকে বেশি লোক আক্রান্ত হচ্ছেন কেরলে। শুক্রবার সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮১৮। এর পরেই রয়েছে মহারাষ্ট্র (৭,৩০২)।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ০৯:৫৬
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

দু’দিন পর ৪০ হাজারের নীচে নামল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৪২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ১২ লক্ষ ৯৩ হাজার ৬২ জন।

Advertisement

দেশের মধ্যে সবথেকে বেশি লোক আক্রান্ত হচ্ছেন কেরলে। শুক্রবার সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮১৮। এর পরেই রয়েছে মহারাষ্ট্র (৭,৩০২)। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং অসমে দু’হাজারের নীচে নেমেছে। এই রাজ্যগুলি ছাড়াও উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগ তৈরি করছে।

তবে দেশে দৈনিক মৃত্যু বেশ কয়েকদিন ধরেই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৮৩ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ গেল ৪ লক্ষ ১৯ হাজার ৪৭০ জনের। দেশের মধ্যে কেরল এবং মহারাষ্ট্রে দৈনিক মৃত্যু হচ্ছে শতাধিক। বাকি সব রাজ্যেই তা ৫০-এর কম।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী আছেন ৪ লক্ষ ৫ হাজার ৫১৩ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement