দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।
১১ হাজারের ঘরে দু’দিন থাকার পর শনিবার দেশের দৈনিক সংক্রমণ নামল ১০ হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩০২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৯৯ হাজার ৯২৫।
আক্রান্তের পাশাপাশি দেশে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। এ মধ্যে ২০৪ জনই কেরলের। মহারাষ্ট্রে ১৫, তামিলনাড়ুতে ১৩ এবং পশ্চিমবঙ্গে ৯ জনের মৃত্যু হয়েছে। দেশের বাকি রাজ্যগুলিতে তা পাঁচের কম।
গত কয়েক মাস ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ হাজার ৭৫২। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৮৬৮।
দেশের দৈনিক আক্রান্তের অর্ধেকের বেশি হচ্ছে শুধুমাত্র কেরল থেকে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত ৫ হাজার ৭৫৪ জন। মহারাষ্ট্রে তা ৯০৪, পশ্চিমবঙ্গে ৮৭৭ এবং তামিলনাড়ুতে ৭৭২। বাকি সব রাজ্যেই ৫০০-র নীচে রয়েছে আক্রান্তের সংখ্যা।