Coronavirus in India

COVID in India: ১১ হাজারের ঘরেই থাকল দৈনিক সংক্রমণ, মৃত্যু রইল ৪৫০-র বেশি

বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৭০ জনের। এর মধ্যে ৩৮৮ জনই কেরলের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১২:২৯
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ গত দু’দিন ধরেই রইল ১১ হাজারের ঘরে। ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১০৬ জন। যা বৃহস্পতিবারের তুলনায় ৮০০ মতো কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৮৯ হাজার ৬২৩।

Advertisement

বৃহস্পতিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও মৃত্যু রয়েছে ৪৫০-র বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৭০ জনের। এর মধ্যে ৩৮৮ জনই কেরলের। মহারাষ্ট্রে ৩২ এবং তামিলনাড়ুতে ১৩। বাকি সব রাজ্যেই মৃত ১০-এর কম। গোটা অতিমারি পর্বে কোভিডের কারণে দেশে মোট প্রাণহানি হয়েছে ৪ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জনের।

দেশের দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে আসায় সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে গত কয়েক মাসে। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ২০৭। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৭৬২ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement