Coronavirus in India

৭৪ দিনে সর্বনিম্ন সক্রিয় রোগী সত্ত্বেও উদ্বেগ বাড়াল দেশের দৈনিক মৃত্যুতে বৃদ্ধি

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৭ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের। 

Advertisement
শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ০৯:৩৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে নেমে এল ৬০ হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লক্ষ ছাড়িয়ে গেল। যদিও শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুসারে দৈনিক মৃত্যু একটু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৭ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের।

Advertisement

রোজ যত লোক দেশে আক্রান্ত হচ্ছেন তার থেকে অনেক বেশি আক্রান্ত রোজ সুস্থ হয়ে উঠছেন। যার জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৭ লক্ষ ৬০ হাজার ১৯ জন। ৭৪ দিন পর এতটা কম হল দেশে সক্রিয় রোগীর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সক্রিয় রোগী পৌঁছে গিয়েছিল ৩৭ লক্ষের উপরে। সেখান থেকে কমতে কমতে এই সংখ্যায় নেমে এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement