Coronavirus in India

COVID in India: ফের ৩৫ হাজার ছাড়াল দেশের দৈনিক সংক্রমণ, আক্রান্ত বাড়ল কেরল এবং মিজোরামে

আক্রান্ত বাড়লেও শনিবার কমেছে দেশের দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৮১ জনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১০:৪৭
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

পর পর তিন দিন ৩০ হাজার ছাড়াল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৬২ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় এক হাজার বেশি। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৪ লক্ষ ১৭ হাজার ৩৯০। সংক্রমণ বৃদ্ধিতে গত ২৪ ঘণ্টায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় দেড় হাজার বেড়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হল ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯।

আক্রান্ত বাড়লেও শনিবার কমেছে দেশের দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৮১ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৯ জনের। দেশের মধ্যে মৃত্যু তালিকার শুরুতে রয়েছে কেরল (১৩১) এবং মহারাষ্ট্র (৬৭)। তার পর কর্নাটক (১৮) এবং তামিলনাড়ু (১৭)। বাকি সব রাজ্যেই মৃত্যু ১০-এ নীচে রয়েছে।

Advertisement

কেরলে সপ্তাহের শুরুতে দৈনিক আক্রান্ত নেমেছিল ১৫ হাজারের আশপাশে। কিন্তু গত দু’দিন ধরে তা ফের ২০ হাজার ছাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ২৬০ জন। মহারাষ্ট্রে তা ৩ হাজার ৫৮৬। এর পর রয়েছে তামিলনাড়ু (১,৬৬৯), অন্ধ্রপ্রদেশ (১,৩৯৩) কর্নাটক (১,০০৩)। তবে মিজোরামের পরিস্থিতি এখনও লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৭৬ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement