দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক সংক্রমণ মঙ্গল এবং বুধবারের তুলনায় বাড়ল বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯১৯ জন। বুধবার তা ছিল ১০ হাজারের ঘরে। মঙ্গলবার নেমেছিল ৮ হাজারে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৭৮ হাজার ৫১৭।
আক্রান্তের পাশাপাশি গত দু’দিনের তুলনায় বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৭০ জনের। এর মধ্যে কেরলেই ৩৮৮ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে ৩২, তামিলনাড়ুতে ১৩ জন। বাকি সব রাজ্যে দৈনিক মৃত্যু ১০-এর কম।
আক্রান্তের সংখ্যা কম হওয়ায় মাসখানেক ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। যদিও গত ২৪ ঘণ্টায় ২০৭ জন রোগী বেড়েছে দেশে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৭৬২ জন।
দেশের মধ্যে সবথেকে বেশি লোক আক্রান্ত হচ্ছেন কেরলে। দেশের দৈনিক আক্রান্তের অর্ধেকেরও বেশি হচ্ছে কেবল মাত্র একটি রাজ্যে। মহারাষ্টে এক হাজারের আশপাশে ঘোরাফেরা করছে দৈনিক আক্রান্ত। তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে তা ৭০০ থেকে ৮০০-র ঘরেই থাকছে। মিজোরামে এখনও রোজ আক্রান্ত হচ্ছে ৫০০-র বেশি। যদিও দেশের বাকি সব রাজ্যে ৫০০-র নীচে নেমেছে দৈনিক সংক্রমণ।