দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় প্রায় চার হাজার বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪০৩ জন। চার দিন কম থাকার পর গত দু’দিন ফের ৩০ হাজার ছাড়াল আক্রান্ত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার ৭২৮।
সংক্রমণ বাড়লেও শুক্রবার কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩২০ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৩ হাজার ৮৬৭। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৩৯ হাজার ৫৬ জন। দেশে মধ্যে সবথেকে বেশি সক্রিয় রোগী রয়েছেন কেরলে। সেখানে সক্রিয় রোগী রয়েছে ১ লক্ষ ৮৬ হাজার।
আক্রান্তের নিরিখেও কেরল শীর্ষে। তার পর রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, তেলঙ্গানার মতো রাজ্যে তা আগের তুলনায় কম। তবে মিজোরামে রোজই আক্রান্ত হচ্ছে এক হাজারেরও বেশি মানুষ।