Coronavirus in India

COVID in India: ১০ হাজারের ঘরেই থাকল দৈনিক আক্রান্ত, দেশে সক্রিয় রোগী নামল ১.৩০ লক্ষের নীচে

দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ২৩৮।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১০:০০
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ বুধবার থাকল ১০ হাজারের ঘরেই। যদিও তা মঙ্গলবারের তুলনায় বেড়েছে। মঙ্গলবার ৮ হাজারের ঘরে নেমে গিয়েছিল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৯৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৬৬ হাজার ৫৯৮।

Advertisement

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে মঙ্গলবারের তুলনায়। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩০১ জনের। তার মধ্যে ২১০ জনই কেরলের। মহারাষ্ট্রে ৩৪, তামিলনাড়ুতে ১৫ এবং পশ্চিমবঙ্গে ১৪ রয়েছে মৃতের সংখ্যা। বাকি সব রাজ্যে তা ১০-এর কম।

অক্টোবরের শুরু থেকেই দেশের দৈনিক আক্রান্ত রয়েছে ২০ হাজারের নীচে। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ২৩৮। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৫৫৫ জন। এ বছর দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে ১.৩৫ লক্ষে নেমেছিল সক্রিয় রোগীর সংখ্যা। তার পর মে মাসে তা ৩৭ লক্ষ ছাড়িয়েছিল। সেখান থেকে কমতে কমতে ১.৩০ লক্ষের নীচে নামল সক্রিয় রোগী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement