Coronavirus in India

বিরামহীন মৃত্যু নিয়ে কমছে না উদ্বেগ, সামান্য বাড়ল দেশের দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষেরও বেশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ০৯:৩৫
Share:

দেশের দৈনিক কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

৬০ হাজারের ঘরে নেমে যাওয়ার পর গত দু’দিনে কিছুটা বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষেরও বেশি। তবে গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক মৃত্যু কিছুটা হলেও কমেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৮১ হাজার ৯০৩ জন।

Advertisement

দৈনিক সংক্রমণ একটু বাড়লেও দেশে কমছে সংক্রমণের হার এবং সক্রিয় রোগীর সংখ্যা। গত ৩ দিন ধরেই দেশের সংক্রমণের হার ৪ শতাংশের নীচে রয়েছে। সক্রিয় রোগীও কমতে কমতে সাড়ে ৮ লক্ষের নীচে নেমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৮ লক্ষ ২৬ হাজার ৭৪০ জন।

বুধবার মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ১০ হাজারের নীচে নামলেও বৃহস্পতিবার তা ১০ হাজার ছাড়িয়েছে। কেরল এবং তামিলনাড়ুতেও আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement