Coronavirus in India

COVID in India: দেশের দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ কমছে না অসম, মণিপুর, কেরল নিয়ে

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ০৯:৫৫
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

৪০ হাজারের নীচেই থাকল দেশের শুক্রবারের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯। দেশের দৈনিক মৃত্যু গত দু’দিন ধরেই ৬০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৫৪২ জনের। গোটা অতিমারি পর্বে কোভিডের জেরে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জনের।

Advertisement

দেশে দৈনিক সংক্রমণের হার অবশ্য নিয়ন্ত্রণেই রয়েছে। শুক্রবার তা ১.৯৯ শতাংশ। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীও কমেছে। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ৪২২ জন।

দেশের অধিকাংশ রাজ্যেই সংক্রমণ পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে রয়েছে। ব্যতিক্রম কেবল কয়েকটি রাজ্যে। কেরলে দেশের মধ্যে সবথেকে বেশি লোক রোজ আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে ১৩ হাজারের বেশি। মহারাষ্ট্রে তা ৮ হাজার ১০। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আড়াই হাজার। কর্নাটক, ওড়িশা এবং অসমে তা ২ হাজারের আশপাশে।

Advertisement

অসম ছাড়াও উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলির অবস্থাও বেশ খারাপ। করোনার প্রথম ঢেউ তেমন প্রভাব ফেলতে পারেনি এই রাজ্যগুলিতে। মণিপুরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯ জন। এ ছাড়া ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরামে দৈনিক সংক্রমণ রোজই ৪০০ থেকে ৫০০-র মধ্যে ঘোরাফেরা করছে। সিকিম এবং নাগাল্যান্ডেও ১৫০-র আশপাশে আক্রান্ত হচ্ছেন রোজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement