Coronavirus in India

COVID in India: পর পর চার দিন ৩০ হাজারের নীচে দৈনিক আক্রান্ত, ২৪ ঘণ্টায় মৃত্যু ২৮৪

দেশের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার প্রায় দু’হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১৭৬ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ০৯:৫৫
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার প্রায় দু’হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১৭৬ জন। গত চার দিন ধরেই দেশে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে রয়েছে। এখনও অবধি দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৮৪ জনের। অতিমারি পর্বে করোনা মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জনের। সক্রিয় রোগীও কমে হয়েছে ৩ লক্ষ ৫১ হাজার ৮৭ জন।

Advertisement

কেরলে আক্রান্তের সংখ্যা গত কয়েক দিনে কমেছে। গত দু-তিন ধরে সেখানে আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের আশপাশে রয়েছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৫৩০। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ১ থেকে দেড় হাজারে মধ্যে ঘুরছে আক্রান্তের সংখ্যা। কর্নাটকে কমে হাজারের নীচে নেমেছে। পশ্চিমবঙ্গেও ৬০০-৭০০ ঘরে অনেকদিন ধরেই রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ওড়িশা এবং অসমে তা ৫০০ নীচে নেমেছে। কিন্তু মিজোরামে আক্রান্তের সংখ্যা দু’দিন কম থাকার পর ফের হাজার ছাড়িয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement