Coronavirus in India

COVID in India: দৈনিক আক্রান্ত কমে নামল ১০ হাজারের ঘরে, মৃত্যু কমে ১২৫

গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ হাজার ৮২২। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৯৬ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ১১:০০
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ ছ’দিন পর ফের নামল ১০ হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২২৯ জন। শনি ও রবিবার তা ছিল ১১ হাজারের ঘরে। দেশের অধিকাংশ রাজ্যেই নিয়ন্ত্রণে রয়েছে দৈনিক সংক্রমণ। ২৪ ঘণ্টায় কেরলে তা প্রায় ছ’হাজার। বাকি সব রাজ্যেই তা এক হাজারের কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৪৭ হাজার ৫৩৬।

Advertisement

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও কমেছে সোমবার। কেরলের মৃতের সংখ্যা কমায় দেশেও তা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১২৫ জনের। কয়েক সপ্তাহ পর কেরলের দৈনিক মৃত্যু ১০০-র নীচে নেমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৩ হাজার ৬৫৫ জনের।

অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে গত কয়েক মাস ধরেই দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ হাজার ৮২২। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৯৬ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement