দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।
কিছুটা হলেও কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭ জন। দৈনিক মৃত্যুও পর পর তিন দিন ৪ হাজার থাকার পর শনিবার একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। করোনার জেরে এখনও অবধি দেশে মোট প্রাণ গেল ২ লক্ষ ৬৬ হাজার ২০৭ জনের।
মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশে, ছত্তীসগঢ়, গুজরাত, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হয়েছে আগের তুলনায় অনেকটা কম। এর জেরে দেশের দৈনিক সংক্রমণও কমেছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা নেমেছে ৪০ হাজারের নীচে। ৩১ মার্চের পর এই প্রথম মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত ৪০ হাজারের নীচে নামল। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫০৬ জন। ১০ এপ্রিলের পর এই প্রথম দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কম হল। ছত্তীসগঢ়ের আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ হাজারের আশপাশে। উত্তরপ্রদেশে তা সাড়ে ১৫ হাজার। গুজরাতে ১০ হাজারের কম এবং মধ্যপ্রদেশে আক্রান্ত ৮ হাজার মতো। তবে এই রাজ্যগুলিতে কমলেও অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, কেরল, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা প্রায় একই আছে।
এর মধ্যেই দেশে চলছে করোনা টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১১ লক্ষ ৫৮ হাজার ৯৯৫ জন। যা এ সপ্তাহের বাকি দিনগুলির তুলনায় অনেকটাই কম। এ নিয়ে দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৮ কোটির বেশি।