দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
পর পর দু’দিন ৪০ হাজারের বেশিই থাকল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুসারে, দেশে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১২০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬।
পাঁচ দিন পর দৈনিক মৃত্যু ফের ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে (২০৮)। মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ১৬০। ওড়িশাতে সংখ্যাটা ৬৭।
সংক্রমণ কম হওয়ায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ৭৬০। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭ জন।
দৈনিক সংক্রমণে দেশের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪৪৫ জন। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে, বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৮৮। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৯৪২), অন্ধ্রপ্রদেশ (১,৮৫৯), কর্নাটক (১,৮৫৭) এবং ওড়িশা (১,১০৭)। গত কয়েকদিনে অসমে আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচে নেমেছে। বাকি সব রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজারের নীচে থাকলেও উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করছে।