দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক কোভিড সংক্রমণ পর পর তিন দিন থাকল সাত হাজারের ঘরে। গত দু’দিনের তুলনায় সোমবার তা আরও কমেছে। এ নিয়ে প্রায় দু’সপ্তাহ তা রয়েছে ১০ হাজারের কম। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৫০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৯৭ হাজার ৮৬০।
আক্রান্তের পাশাপাশি গত দু’দিনের তুলনায় দেশে কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২০২ জন। এর মধ্যে অধিকাংশ মৃত্যুই হয়েছে কেরলে। মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে তা ১০-এর বেশি় থাকলেও বাকি সব রাজ্য তা ১০-এর কম রয়েছে।
আক্রান্ত কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৮২৫। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৯১ হাজার ৪৫৬ জন।