দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।
১৮ হাজারের ঘরেই থাকল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। এ নিয়ে পর পর তিন দিন ২০ হাজারের নীচেই থাকল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৩২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট সংক্রমিতের সংখ্যা হল ৩ কোটি ৩৯ লক্ষ ৭১ হাজার ৬০৭ জন।
আক্রান্ত কম থাকার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে কমেছে কোভিডে মৃতের সংখ্যা। ছ’দিন পর দৈনিক মৃত্যু নেমেচে ২০০-র নীচে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ১৯৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গোটা অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৭৮২ জনের।
আক্রান্তের সংখ্যা কম থাকায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে সাড়ে তিন হাজারেরও বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ২৭ হাজার ৩৪৭ জন।