দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।
১১ দিন পর দেশের দৈনিক কোভিড সংক্রমণ ফের ১৩ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯১ জন। কেরলে বাড়তেই দেশে বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ বেড়েছে। বাকি সব রাজ্যে সংক্রমণ পরিস্থিতি গত কয়েক দিনের মতোই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লক্ষ ১ হাজার ৬৭০ জন।
আক্রান্ত বাড়লেও বুধবারের তুলনায় মৃত্যু কমেছে বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৪০ জনের। এর সিংহভাগই কেরলে। বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণে রয়েছে। আক্রান্ত কম হওয়ায় গত কয়েক মাস ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি কমায় দেশে সক্রিয় রোগী সংখ্যা হল ১ লক্ষ ৩৮ হাজার ৫৫৬।
দেশের অধিকাংশ রাজ্যেই কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণেই রয়েছে। ব্যতিক্রম শুধু কেরল। আগের থেকে কমলেও দক্ষিণের ওই রাজ্যে সাড়ে পাঁচ থেকে আট/ন’হাজারের মধ্যে ঘোরাফেরা করছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে সাড়ে সাত হাজারের বেশি। মহারাষ্ট্রে ১ হাজার ৯৪। তামিলনাড়ুতে ৮২৮, পশ্চিমবঙ্গে ৮৫৩ এবং মিজোরামে ৫৩১। বাকি সব রাজ্যেই তা ৫০০-র কম রয়েছে।