প্রতীকী ছবি।
করোনা বিপর্যয়ের জেরে বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর সময়ে বিমানের মাঝের আসনগুলি ফাঁকা রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ৬ জুনের পর থেকে ‘বন্দে ভারত মিশন’-এ এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানগুলিতে এই নির্দেশ কার্যকর করতে হবে।
কেন্দ্রকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত আজ বলেছে, বিমানের বাণিজ্যিক দিকটি দেখার আগে নাগরিকদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা বেশি জরুরি। প্রধান বিচারপতি এস এ বোবডের মন্তব্য, ‘‘সামাজিক দূরত্ব বজায় রাখাটা যে গুরুত্বপূর্ণ, সেটা সাধারণ বুদ্ধির প্রশ্ন। বাইরে সবাইকে বলা হচ্ছে, ছ’ফুট দূরত্ব থাকতে। তা হলে বিমানের ভিতরে এমনটা হচ্ছে কেন?’’