এই ছবি পোস্ট করেই ট্রোলড হন জাভড়েকর। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
নোভেল করোনার প্রকোপে কাঁপছে গোটা দেশ। লকডাউনের জেরে নাকাল হচ্ছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে বাড়িতে বসে ‘রামায়ণ’ দেখার ছবি পোস্ট করে ট্রোলড হলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। নেটাগরিকদের সমালোচনার মুখে পড়ে শেষমেশ ছবিটি মুছে দিতে বাধ্য হলেন তিনি।
দেশ জুড়ে লকডাউনের মধ্যে শনিবার থেকে কয়েক দশক পুরনো ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ সিরিয়াল দু’টির পুনঃসম্প্রচার শুরু করেছে দূরদর্শন। এ দিন সকালে বাড়ির সোফায় বসে সেই ‘রামায়ণ’ দেখার একটি ছবি টুইটারে পোস্ট করেন জাভড়েকর। তাতে তিনি লেখেন, ‘‘আমি রামায়ণ দেখছি, আপনারা কী দেখছেন?’’
সেই ছবি সামনে আসতেই জাভড়েকরের সমালোচনায় সরব হন নেটাগরিকদের একাংশ। প্রশ্ন উঠতে শুরু করে, আচমকা লকডাউন ঘোষণা করায়, সাধারণ মানুষের জীবনযাত্রা যখন বিপর্যস্ত হতে বসেছে, তখন তিনি বাড়িতে বসে নিশ্চিন্ত হয়ে রামায়ণ দেখছেন কী ভাবে।
জাভড়েকরের সমালোচনা করে নিশান্ত ঝা নামের এক ব্যক্তি টুইটারে লেখেন, ‘‘না খেয়ে ঘুমোতে হচ্ছে আমাকে। আপনার লজ্জা হওয়া উচিত জাভড়েকর।’’ রাজীব জৈন নামের আর একজন লেখেন, ‘‘না খেতে পেয়ে ১১ বছরের রাহুল মুসাহরের মৃত্যু হয়েছে। ঠিক আছে। চলুন রামায়ণ দেখি জাভড়েকর।’’
এ ভাবেই জাভড়েকরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটাগরিকরা।
আরও পড়ুন: ট্রেনেই আইসোলেশন ওয়ার্ড! করোনা রুখতে নয়া ভাবনা কেন্দ্রের
পরে এই ছবি পোস্ট করেও সমালোচিত হন জাভড়েকর।
আরও পড়ুন: রাজস্থান ও তামিলনাড়ুতে খোঁজ মিলল আরও ৪ করোনা-আক্রান্তের
এ ভাবে নেটাগরিকদের সমালোচনার মুখে টুইটার থেকে ছবিটি মুছে দেন জাভড়েকর। তার জায়গায় বাড়িতে বসে কাজ করার একটি ছবি পোস্ট করেন তিনি। তাতেও নতুন করে নেটাগরিকদের রোষে পড়েন জাভড়েকর। বৃথা তিনি মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন কেউ কেউ।