National news

হারাতে পারবে না লকডাউন, থামাবে মাত্র, করোনাভাইরাস নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

লকডাউন করোনাভাইরাসের সমাধান নয়, এটা শুধু রোগকে থামানোর বোতাম মাত্র! বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এক সাংবিধানিক বৈঠকে এমনই মন্তব্য করলেন রাহুল গাঁধী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ১৬:০০
Share:

রাহুল গাঁধী। -ফাইল চিত্র।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি লকডাউন নিয়ে ফের বিঁধলেন কেন্দ্রকে। লকডাউন করোনাভাইরাসের সমাধান নয়, এটা শুধু রোগকে থামানোর বোতাম মাত্র! বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এক সাংবিধানিক বৈঠকে এমনই মন্তব্য করলেন রাহুল গাঁধী

Advertisement

যেখানে করোনাভাইরাস রুখতে দেশের চিকিৎসকেরা একমত হয়ে লকডাউনকেই একমাত্র উপায় বলছেন, সেখানে রাহুল গাঁধী কেন এ কথা বলছেন? বিষয়টা নিজেই খোলসা করে জানিয়েছেন তিনি।

আসলে তাঁর মতে, শুধুমাত্র লকডাউন করে হাল ছেড়ে দিলেই এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন আরও পরিকল্পনামাফিক এবং আগ্রাসী নমুনা পরীক্ষা। তা না হলে লকডাউন উঠলেই ফের থাবা বসাতে শুরু করবে করোনাভাইরাস। তিনি বলেন, “লকডাউন আসলে খুব অল্প সময়ের জন্য এই ভাইরাসকে থামিয়ে রাখতে করতে সক্ষম। করোনাভাইরাসের সমাধান নয়। তাই সরকারকে আমার উপদেশ- আরও টেস্ট।”

Advertisement

আরও পড়ুন: গরিবের জন্য কিছু করার সেরা সময়, মত ৩ অর্থনীতিবিদের

এর আগেও তিনি কম সংখ্যক টেস্ট নিয়ে সরকারকে বিঁধেছিলেন। স্মার্ট পরিবর্তনের কথা বলেছিলেন। যাতে ঢালাও পরীক্ষার মাধ্যমে ভাইরাসের হটস্পটগুলিকে বিচ্ছিন্ন করে অন্যান্য এলাকায় ব্যবসাপাতি ধীরে ধীরে খুলতে পারে।

আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২০ লক্ষ

সম্প্রতি কেন্দ্রীয় সরকারও অবশ্য সে দিকেই হাঁটা শুরু করেছেন। করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত দ্বিতীয় পর্বের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই মধ্যে দেশের যে সব অংশ সংক্রমণ-মুক্ত, সেখানে শর্তসাপেক্ষে অর্থনৈতিক কাজকর্ম শুরু করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কেন্দ্রও জানিয়েছে, নিরন্তর আলোচনা, প্রয়োজনীয় পরিবর্তন ও রাজ্যগুলির সঙ্গে কথা বলে কোথায় ছাড় দেওয়া যাবে, সেই বিষয়ে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এই ছাড়ের মাধ্যমে মূলত গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement