Coronavirus Lockdown

‘ভাষণ নয় রেশন’, বামেদের দাবি বাড়ি থেকেই

দেশ জুড়ে মঙ্গলবার বামেদের এই ঘরে থেকে অবস্থানের মূল দাবিই ছিল ‘ভাষণ নয়, রেশন দাও’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ০২:১০
Share:

দেশ জুড়ে বামেদের দাবি জানানোর কর্মসূচিতে শামিল দীপসিতা ধর, ময়ূখ বিশ্বাস এবং ঐশী ঘোষ। —নিজস্ব চিত্র।

রাস্তায় নেমে প্রতীকী প্রতিবাদের পরে এ বার ‘প্রোটেস্ট ফ্রম হোম’! করোনা পরিস্থিতি মোকাবিলা এবং লকডাউনের মধ্যে সাধারণ মানুষের বিভিন্ন অংশের মানুষের সমস্যা নিয়ে বাড়ির ছাদে, ব্যালকনিতে, উঠোনে বা দরজার সামনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে সরকারের দৃষ্টি আকষর্ণের চেষ্টা করল সিপিএমের সবক’টি গণসংগঠন।

Advertisement

দেশ জুড়ে মঙ্গলবার বামেদের এই ঘরে থেকে অবস্থানের মূল দাবিই ছিল ‘ভাষণ নয়, রেশন দাও’। তাদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকার নানা ঘোষণা করলেও তার সুফল সর্বত্র পৌঁচ্ছছে না। ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও মহিলা সংগঠনের নেতা-কর্মীরা এ দিন সকালে যে যাঁর থাকার জায়গায় প্ল্যাকার্ড নিয়ে দাবি-দাওয়া তুলে ধরেছিলেন। পরিযায়ী শ্রমিকদের সমস্যার সুরাহা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম দেওয়া, পড়ুয়াদের হস্টেল ফি মকুব করা, বেড়ে চলা গার্হ্যস্থ হিংসা রুখতে ব্যবস্থা নেওয়া-সহ নানা দাবিই ছিল তার মধ্যে। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের কথায়, ‘‘কোভিড-১৯’র প্রভাবে সংক্রমণের আশঙ্কা যেমন বাড়ছে, লকডাউনের মধ্যে গরিব মানুষের দুর্দশাও বাড়ছে। এখন ভাযণ নয়, রেশনই চাই। সব রকম বিধি মেনেই তাই সর্বত্র প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে।’’ এরই মধ্যে ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির তরফে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র ও সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘‘সংবিধানে স্বীকৃত স্বাস্থ্যের অধিকারের কথা বলে আমরা আবেদন জানিয়েছি, কেরলের মতো কিয়স্ক খুলে পরীক্ষার প্রক্রিয়া সহজতর করা হোক। পাশাপাশিই আমাদের আর্জি, বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করে করোনা ছাড়া অন্যান্য রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য পরিষেবা ঠিক রাখার চেষ্টা হোক।’’

আরও পড়ুন: শুধু বিরোধী শাসিত রাজ্যে কেন্দ্রীয় দল কেন? তীব্র আক্রমণে ডেরেক-সুদীপ

Advertisement

আরও পড়ুন: করোনা হাসপাতালে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করল রাজ্য সরকার


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement