Coronavirus Lockdown

লকডাউন শিথিল করা নিয়ে কেরলকে ভর্ৎসনা কেন্দ্রের

প্রায় এক মাস ধরে লকডাউনের পরে কেরল সিদ্ধান্ত নেয়, আজ থেকে যে এলাকায় সংক্রমণ কম, সেখানে হোটেল-রেস্তরাঁ, বইয়ের দোকান, ছোট কারখানা ও সেলুন খোলা রাখা যাবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২০ ০২:১৪
Share:

ছবি: পিটিআই।

করোনা মোকাবিলায় সারা দেশের প্রশংসা কুড়িয়েছে তারা। কিন্তু লকডাউন শিথিল করা নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনার মুখে পড়ল কেরল সরকার। হোটেল-রেস্তরাঁ খোলা, গাড়ি, বাস চলাচলের অনুমতি দেওয়ার জন্য পিনারাই বিজয়ন সরকারকে কার্যত ভর্ৎসনা করেছে কেন্দ্র। তবে সংঘাতের পথে যাচ্ছে না কেরল।

Advertisement

প্রায় এক মাস ধরে লকডাউনের পরে কেরল সিদ্ধান্ত নেয়, আজ থেকে যে এলাকায় সংক্রমণ কম, সেখানে হোটেল-রেস্তরাঁ, বইয়ের দোকান, ছোট কারখানা ও সেলুন খোলা রাখা যাবে। জোড়-বিজোড় মেনে প্রাইভেট গাড়িও চলাচল করবে। কম দূরত্বে বাস পরিষেবাও শুরু হবে। এ নিয়ে গত কালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় বাল্লা কেরলের মুখ্যসচিব টম জোসকে চিঠি দিয়ে জানান, এই ছাড় কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কেরলের পর্যটনমন্ত্রী কোডামপল্লি সুরেন্দ্রন বলেন, ‘‘কেন্দ্রকে ব্যাখ্যা করে জানাচ্ছি যে, কেন্দ্রীয় নির্দেশিকার সঙ্গে সঙ্গতি রেখেই ছাড় দেওয়া হচ্ছে।’’

আরও পড়ুন: কোভিড-১৯-এর দিনগুলোতে জীবন যে রকম

Advertisement

আরও পড়ুন: লকডাউনের আগে ছিল ৩.৪, এখন করোনা আক্রান্ত দ্বিগুণ হচ্ছে ৭.৫ দিনে, জানাল কেন্দ্র


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement