Coronavirus Lockdown in India

বাড়িতে রেশন দিতে এসে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ডিলার

বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলার কাঁধলা শহরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ১৩:১৪
Share:

প্রতীকী চিত্র।

বাড়িতে রেশন পৌঁছে দিতে গিয়ে এক বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রেশন ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলার কাঁধলা শহরে।

Advertisement

শামলির পুলিশ সুপার বিনীত জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, ৩০ বছরের বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগে রেশন ডিলারকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশে দায়ের করা অভিযোগে ওই মহিলা জানিয়েছে, লকডাউনে খাদ্যসামগ্রী জোগাড় করতে ফেয়ার প্রাইস দোকানে গিয়েছিলেন তিনি। তখন ওই রেশন ডিলার নিজে থেকেই তাঁর বাড়িতে রেশন পৌঁছে দিয়ে আসবেন বলে জানান। বুধবার শেখজাদান এলাকায় ওই মহিলার বাড়িতে রেশন পৌঁছে দিতে আসেন ওই ডিলার। বাড়িতে তখন একা ছিলেন ওই মহিলা। সেই সুযোগেই তাঁকে ধর্ষণ করে রেশন ডিলার।

Advertisement

জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী পঞ্জাবে কাজ করেন। ২৫ মার্চ থেকে জারি হওয়া লকডাউনের জেরে সেখানে আটকে রয়েছেন তিনি।

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১২ হাজার, মহারাষ্ট্রে ৩ হাজার ছুঁইছুঁই

আরও পড়ুন: ‘বিশ্বাস হারিয়েই বাড়ি ফিরতে আকুল শ্রমিকেরা’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement