Coronavirus Lockdown in India

অটো আটকেছে পুলিশ, হাসপাতাল ফেরত বাবাকে কোলে নিয়ে হেঁটে বাড়ি ফিরলেন ছেলে

সেই ঘটনা সামনে আসেই, স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে সে রাজ্যের মানবাধিকার কমিশন।  

Advertisement

সংবাদ সংস্থা  

তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ১২:৪৬
Share:

বাবাকে কোলে নিয়ে বাড়ির পথে হাঁটছেন ছেলে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

অটোয় করে হাসপাতাল থেকে ফিরছিলেন বাবাকে নিয়ে। কিন্তু রাস্তায় বাধা দেয় পুলিশ। লকডাউনের বিধি-নিষেধের যুক্তি দেখিয়ে নামিয়ে দেয় অটো থেকে। বাধ্য হয়ে ৬৫ বছরের বৃদ্ধ বাবাকে কোলে নিয়ে হেঁটে বাড়ি ফেরেন ওই ব্যক্তি। বুধবার ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লামে। সেই ঘটনা সামনে আসেই, স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে সে রাজ্যের মানবাধিকার কমিশন।

Advertisement

কোল্লামের কুলাথুপুঝা গ্রামে থাকেন ৬৫ বছরের ওই বৃদ্ধ। শারীরিক অসুস্থতার কারণে তিনি পুনালুর তালুক হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার সেখান থেকে ছাড়া পান তিনি। তার পর তাঁর ছেলে অটোয় করে তাঁকে বাড়ি নিয়ে আসছিলেন। কিন্তু লকডাউনের জন্য তাঁদের পথ আটকায় পুলিশ। অভিযোগ, হাসপাতালের কাগজপত্র দেখালেও ছাড় দেয়নি পুলিশ। তাঁদের অটো থেকে নামিয়ে দেওয়া হয়।

তখন বাধ্য হয়ে বাবাকে কোলে নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করেন বৃদ্ধের ছেলে। পুলানুর শহর থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছয় ওই পরিবার। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই বিষয়টি নিয়ে মামলা রুজু করে কেরলের মানবাধিকার কমিশন। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

প্রথম দফার লকডাউন শেষ হওয়ার পর ৩ মে পর্যন্ত দেশ জুড়ে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। করোনাভাইরাসের হানায় কেরলে আক্রান্তের সংখ্যা ৩৮৮।

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ১২ হাজার, মহারাষ্ট্রে ৩ হাজার ছুঁইছুঁই

আরও পড়ুন: ‘বিশ্বাস হারিয়েই বাড়ি ফিরতে আকুল শ্রমিকেরা’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement