প্রতীকী ছবি।
লকডাউনের জেরে এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়ামের বিলগ্নিকরণে ধাক্কা লেগেছে। অর্থ মন্ত্রকের বিলগ্নিকরণ দফতর আপাতত নিজেদের পুরনো এসি, টিভি, রেফ্রিজারেটর থেকে পুরনো আসবাব সব নিলামে বেচতে শুরু করেছে।
বিলগ্নিকরণ দফতর জানিয়েছে ৩১ অগস্টের মধ্যে যে কেউ এ সব পুরনো আসবাব ও অফিস সামগ্রী কেনার জন্য দর হাঁকতে পারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি অর্থ বছরে বিলগ্নিকরণ থেকে ২.১ লক্ষ কোটি টাকা ঘরে তোলার লক্ষ্য নিয়েছিলেন। কিন্তু বিলগ্নিকরণ সচিব তুহিন পাণ্ডে নিজেই মানছেন, লকডাউন বাধা তৈরি করেছে বিলগ্নিকরণের পথেও। বিমান ক্ষেত্রের সঙ্কটের ফলে এয়ার ইন্ডিয়া এ বছরে বেচা কার্যত অসম্ভব। ভারত পেট্রোলিয়াম নিয়েও চিন্তা রয়েছে। নির্মলা অবশ্য শিল্পমহলকে জানিয়েছেন, মন্ত্রিসভা যে ২৩টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে, তার কাজ চলবে।
বৃহত্তর বিলগ্নিকরণের পরিকল্পনা হিসেবে মোদী সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে, বেশ কিছু ক্ষেত্রকে ‘স্ট্র্যাটেজিক সেক্টর’ হিসেবে চিহ্নিত করা হবে। যেখানে অন্তত একটি থেকে খুব বেশি হলে চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা থাকবে। বাকি সব রাষ্ট্রায়ত্ত সংস্থার মালিকানাই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। প্রাথমিক ভাবে ১৮টি ক্ষেত্রকে ‘স্ট্র্যাটেজিক’ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা নিয়ে ভাবনাচিন্তা চলছে। কিন্তু আখেরে বিলগ্নিকরণের রূপায়ণ কবে হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দিতে না পেরেই কি দফতরের পুরনো আসবাব বেচার সিদ্ধান্ত? চটে গিয়ে অর্থ মন্ত্রকের কর্তারা বলছেন, ‘‘এটা রুটিন প্রক্রিয়া।’’