এয়ার ইন্ডিয়ার বিমানে ফিরিয়ে আনা হয়েছিল উহানে আটকে পড়া ভারতীয়দের।
লকডাউন উঠে গেলে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। তবে সংশ্লিষ্ট রাজ্য সরকার সম্মতি দিলে তবেই কাউকে কোনও শহরে ফেরানো হবে বলে সরকারি সূত্রে খবর। এই কাজে এয়ার ইন্ডিয়াকে ব্যবহার করা হবে এবং ফেরার খরচ সংশ্লিষ্ট নাগরিককেই বহন করতে বলেও প্রাথমিক ভাবে ঠিক হয়েছে।
ভারতে আটকে পড়া বিদেশিদের বিশেষ বিমানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। ভারতের কোনও না কোনও শহর থেকে বিশেষ উড়ান চালাচ্ছে মার্কিন সরকার। ব্রিটেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর-সহ বিভিন্ন দেশ বিশেষ বিমান চালিয়ে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে।
২২ মার্চ ভোরের পরে ভারত থেকে সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। সেই লকডাউনের আগে বহু ভারতীয় উড়ান ধরে বিদেশ থেকে ফিরেও এসেছেন। কিন্তু, তার পরেও হাজার হাজার ভারতীয় আটকে পড়েছেন বিদেশে। কেন্দ্রের একটি সূত্র জানাচ্ছে, লকডাউন উঠে গেলে এমনিতে কিছু রুটে আন্তর্জাতিক উড়ান চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সব দেশ থেকে ভারতীয়দের ফিরতে সমস্যা হবে না। কিন্তু, অন্য দেশে আটকে পড়া ভারতীয়েরা সমস্যায় পড়তে পারেন। সেখানে বিশেষ উড়ান চালানো হতে পারে। তখনও ভারতের কোনও বড় শহরে লকডাউন বলবৎ থাকলে শহরে ফেরা নিয়ে প্রশ্ন থেকে যাবে।
সূত্রের খবর, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। নাগরিকদের ফিরিয়ে নিয়ে যেতে সেই সব দেশ থেকে ভারত সরকারের উপরে চাপ দেওয়া হচ্ছে। কেরলও জানিয়েছে, সে রাজ্যের বহু মানুষ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়েছেন। তাঁদের ফিরিয়ে আনা হোক। বিদেশে এত দিন ধরে থাকা এই ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার পরে নতুন করে তাঁদের কোয়রান্টিনে পাঠানো হবে কিনা, তা নিয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন: ‘চাপে নয়, ঐতিহ্য মেনেই ওষুধ আমেরিকাকে’, দাবি মোদীর
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)