প্রতীকী ছবি।
দশম (শুধু উত্তর-পূর্ব দিল্লির জন্য) এবং দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষার দিনক্ষণ আগেই ঘোষণা করেছে সিবিএসই। জানিয়েছে, পড়ুয়াদের নিজের স্কুলে এবং দূরে আটকে থাকলে, সেই জেলায় পরীক্ষায় বসার সুবিধার কথাও। মঙ্গলবার এই সমস্ত বিষয়ে বিস্তারিত বিবৃতি জারি করল তারা।
সিবিএসই স্কুল রয়েছে, এমন প্রতিটি জেলায় একটি করে নোডাল পরীক্ষা কেন্দ্র থাকবে। যে সমস্ত পড়ুয়া নিজের স্কুল থেকে দূরে (ভিন্ রাজ্য কিংবা অন্য জেলায়) আটকে রয়েছেন, তাঁরা ওই সব নোডাল কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। তার জন্য কী কী শর্ত মানতে হবে এবং কী ভাবে ওই কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আবেদন জানাতে হবে, সেই বিষয়টি এ দিন স্পষ্ট করা হয়েছে। নিজেদের স্কুলের সঙ্গে পড়ুয়াদের নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। কোনও আটকে পড়া পড়ুয়ার জেলায় যদি সিবিএসই স্কুল না-থাকে, তা হলে তাঁকে পরীক্ষা দিতে হবে সব থেকে কাছের জেলার স্কুলে।