Coronavirus Lockdown

বরাক ১০ দিনের লকডাউনের মুখে

বরাক উপত্যকার তিন জেলায় এ পর্যন্ত ৮৯০০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৫২ জনের৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ০২:০৮
Share:

ছবি: পিটিআই।

বরাক উপত্যকায় ১০ দিনের সম্পূর্ণ লকডাউন হতে চলেছে৷ কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি— তিন জেলাশাসকই রাজ্য সরকারের কাছে ২৬ অগস্ট থেকে লকডাউনের সুপারিশ জানিয়েছিলেন৷ জবাবে মুখ্যসচিব কুমার সঞ্জয়কৃষ্ণ রবিবার জানিয়ে দিয়েছেন, সরকারের এ ব্যাপারে কোনও আপত্তি নেই৷ এখন জেলাশাসকদের পৃথক বিজ্ঞপ্তি জারি শুধু সময়ের অপেক্ষা৷ এরই মধ্যে করিমগঞ্জের জেলাশাসক আনবুমাথান এমপি মানুষকে প্রয়োজনীয় সামগ্রী কিনে রাখতে সামাজিক মাধ্যমে পরামর্শ দিয়েছেন৷

Advertisement

বরাক উপত্যকার তিন জেলায় এ পর্যন্ত ৮৯০০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৫২ জনের৷ আগে উপসর্গহীন সংক্রমিতই বেশি ছিলেন৷ কিন্তু এখন সংক্রমিতদের অধিকাংশ নানা সমস্যায় ভুগছেন৷ হঠাৎ অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে৷ হাসপাতালে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অনেকের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে৷

তবু এখন আর সম্পূর্ণ লকডাউন চাইছেন না নাগরিকদের বড় অংশ৷ এঁরা সামাজিক মাধ্যমে লকডাউনের সমালোচনায় মুখর৷ বিশেষ করে, গত সপ্তাহে বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের বৈঠকে ডেকেছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি৷ সেখানে সিদ্ধান্ত হয়েছিল, লকডাউন এর সমাধান নয়৷

Advertisement

প্রশ্ন উঠেছে, এর পরও কেন লকডাউনের সুপারিশ? শিলচরের বিজেপি সাংসদ রাজদীপ রায়ও ওই সভায় উপস্থিত ছিলেন৷ তিনি রবিবার গুয়াহাটির উল্লেখ করে বলেন, সেখানে তিন সপ্তাহের লকডাউনের পর পরিস্থিতির উন্নতি হয়েছে৷ তাই বরাকেও তাঁরা লকডাউন চাইছেন৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement