নিউজিল্যান্ড দূতাবাসের সামনে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে যুব কংগ্রেস। ছবি: টুইটার।
কোভিড পরিস্থিতিতে অক্সিজেন চেয়ে টুইটারে পোস্ট করে বিতর্ক উস্কে দিল দিল্লিতে নিউজিল্যান্ডের দূতাবাস। কারণ অক্সিজেন চেয়ে কেন্দ্রশাসিত বিজেপির কাছে দরবার না করে বরং কংগ্রেসের কাছে অক্সিজেনের আবেদন জানায় তারা। এর পরই স্বাস্থ্যমন্ত্রকের করুণ পরিস্থিতির কথা তুলে ধরে ব্যঙ্গ করতে থাকেন একের পর এক কংগ্রেস নেতা।
সূত্রের খবর, নয়াদিল্লিতে অবস্থিত নিউজিল্যান্ড দূতাবাসের এক কর্মী আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এই মুহূর্তে দিল্লির যা করুণ অবস্থা, তাতে অক্সিজেন জোগার করা অসম্ভব জেনেই টুইটারে যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাসকে ট্যাগ করে একটি পোস্ট করে নিউজিল্যান্ড দূতাবাস। তাতে লেখা হয়, ‘একটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে কি সাহায্য করা যাবে?’
প্রায় সঙ্গে সঙ্গেই একটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে ফেলে যুব কংগ্রেস। সেই সিলিন্ডার নিয়ে দূতাবাসের গেটে পৌঁছে ‘দরজা খোলার’ আবেদন জানান। দূতাবাসের বাইরে সিলিন্ডার নিয়ে দরজা খোলার অপেক্ষায় থাকার ছবিও টুইটারে পোস্ট করেছেন শ্রীনিবাস।
ইতিমধ্যে কেন্দ্রের সরকার, দিল্লির সরকার এমনকী স্বাস্থ্যমন্ত্রকের কাছে সাহায্য না চেয়ে কংগ্রেসের থেকে সাহায্য চাওয়ার বিষয়টি নিয়ে রাজনীতি শুরু হয়ে যায়। কংগ্রেস নেতা শশি তারুর দুঃখপ্রকাশ করে টুইট করেন।
এর পর নিউজিল্যান্ড দূতাবাসও তাদের প্রথম টুইটি মুছে দেয়। তখন আরও কথা উঠতে শুরু করে। নেটাগরিকদের অনেকেই জানতে চান, কেন্দ্রীয় সরকারের চাপেই টুইট মোছা হল কি না। যদিও এর পর ফের অন্য একটি টুইট করে দূতাবাস। জানানো হয়, তাদের টুইটকে ভুল ব্যাখ্যা করা হয়েছিল। বিপদের সময় সমস্ত স্তর থেকেই সাহায্য চেয়েছিল তারা। ভুল ব্যাখ্যা করার কারণেই টুইটটি মুছে দেওয়া হয়েছে।