ছবি: সংগৃহীত।
কর্পোরেট সংস্থাগুলি তাদের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে প্রধানমন্ত্রীর পিএম-কেয়ারস তহবিলে টাকা দিতে পারবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা দিতে পারবে না। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কেন্দ্রীয় সরকারের এই ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো-বিরোধী’ নিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সুপ্রিম কোর্ট তাঁকে এই বিষয়ে সংসদে সরব হওয়ার পরামর্শ দিল। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চের যুক্তি, এই নিয়মের ফলে সমস্যায় পড়েছেন, এমন কেউ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হননি। মামলাকারী যে-হেতু সাংসদ, তাই বেসরকারি সংস্থাগুলির সিএসআর তহবিল থেকে রাজ্য টাকা পাবে কি পাবে না, তা নিয়ে তিনি সংসদে প্রশ্ন তুলতে পারেন। করোনা-মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের বাইরে পিএম-কেয়ারস নামের তহবিল তৈরি করেছে কেন্দ্র।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)