ছবি: সংগৃহীত।
করোনা-সংক্রমণের কারণে দেশে মহরমের শোভাযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার জানিয়ে দিল, এই অনুমতি দিলে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি যেমন থাকবে, পাশাপাশি সংক্রমণ ছড়ানোয় একটি বিশেষ সম্প্রদায়কে দোষারোপের মতো অবাঞ্ছিত ঘটনাও ঘটবে।
লখনউয়ে শিয়া সম্প্রদায়ের এক নেতা সইদ কালবে জাভেদ পুরীর রথযাত্রায় শীর্ষ আদালতের সম্মতি দেওয়ার নজির দেখিয়ে দেশজুড়ে রবিবার মহরমের শোভাযাত্রায় অনুমতি চেয়ে জনস্বার্থ মামলা করেছিলেন। প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না এবং ভি রামসুব্রমনিয়ানের বেঞ্চ এ দিন বলেন, পুরীর রথযাত্রার বিষয়টি কেবলমাত্র একটি শহরের একটি সুনির্দিষ্ট এলাকায় শোভাযাত্রার বিষয়। সম্প্রতি জৈন সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের দিনে মহারাষ্ট্রের তিনটি উপাসনালয় ভক্তদের জন্য খোলার যে নির্দেশ বোম্বাই হাইকোর্ট দেয়, সেটিও সুনির্দিষ্ট। তার উদাহরণ তুলে গোটা ভারতে ধর্মীয় শোভাযাত্রার অনুমতি দেওয়া যায় না। স্বাস্থ্য-ঝুঁকি তো রয়েছেই, সঙ্গে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য একটি সম্প্রদায়কে নিশানা করার সুযোগও বাড়বে। আদালত সেটা চায় না। আবেদনকারী এর পরে বলেন, লখনউয়ে বহু শিয়া মুসলিমের বাস। গোটা দেশে না-হলেও সেখানে যেন মহরমের শোভাযাত্রা বার করার অনুমতি সর্বোচ্চ আদালত দেয়। বিচারপতিরা আবেদনকারীকে এ জন্য এলাহাবাদ হাইকোর্টে আবেদন করার পরামর্শ দেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৭৫ হাজার নতুন সংক্রমণ, মোট মৃত্যু ৬০ হাজার ছাড়াল