Coronavirus

জীবাণুনাশক টানেল নয়

জীবাণুনাশক স্প্রে-করা কৃত্রিম টানেল, ধোঁয়া বা অতিবেগুনি রশ্মির মধ্যে দিয়ে হেঁটে আসতে বলার ফলে মানুষের শরীরে কী ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে, সেই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল আজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ০৪:৩৪
Share:

ফাইল চিত্র।

কোভিড সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে জীবাণুনাশক টানেল, ধোঁয়া এবং অতিবেগুনি রশ্মির ব্যবহার নিষিদ্ধ করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অনেক ক্ষেত্রেই প্রকাশ্য স্থানে বা অফিসে এই ধরনের টানেল, ধোঁয়া বা রশ্মির ব্যবহার চলছে। তা নিষিদ্ধ করার লক্ষ্যে এক মাসের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ ও নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে কেন্দ্রকে। একই সঙ্গে সর্বোচ্চ আদালত মনে করে, কোভিড রোগীদের চিহ্নিত করে তাঁদের বাড়ির বাইরে পোস্টার সেঁটে দেওয়া বন্ধ করতে দেশ জুড়ে নির্দেশিকা জারির কথা ভেবে দেখতে পারে কেন্দ্র।

Advertisement

জীবাণুনাশক স্প্রে-করা কৃত্রিম টানেল, ধোঁয়া বা অতিবেগুনি রশ্মির মধ্যে দিয়ে হেঁটে আসতে বলার ফলে মানুষের শরীরে কী ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে, সেই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল আজ। তাতেই বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, জীবাণুনাশক টানেল নিষিদ্ধ করতে সরকার যেন চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত অপেক্ষা না-করে। আইনের চূড়ান্ত বর্ষের পড়ুয়া গুরসিমরন সিংহ নারুলা মামলাটি দায়ের করেছিলেন। জীবাণুনাশক টানেল বসানো, তার ব্যবহার, উৎপাদন ও বিজ্ঞাপন বন্ধের আর্জি জানিয়েছিলেন তিনি। মামলাকারীর যুক্তি ছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থা ইতিমধ্যেই বলেছে, জীবাণুনাশক টানেলে কাজের কাজ কিছু হয় না। উল্টে মানুষের উপরে ক্ষতিকর প্রভাব দেখা দেয়। তা ছাড়া, অতিবেগুনি রশ্মির ভিতর দিয়ে কাউকে হাঁটানো তাঁকে ইচ্ছার বিরুদ্ধে ডাক্তারি পরীক্ষার মুখে ঠেলে দেওয়ার শামিল। কেন্দ্র ইতিমধ্যেই আদালতকে জানিয়েছিল যে, জীবাণুনাশক টানেলের বিষয়টি তারা অনুমোদন করছে না। চিকিৎসাগত বা মনস্তাত্ত্বিক, দু’দিক থেকেই এটি ক্ষতিকর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement