গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বিহার এবং কেরল— এই দুই রাজ্য কোভিডে মৃত্যুর তথ্য পরিমার্জন করায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা এক ধাক্কায় বেড়ে হল ২ হাজার ৭৯৬। যার মধ্যে বিহারে মৃতের সংখ্যা ২ হাজার ৪২৬। কেরলে ২৬৩।
দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে গত ২৪ ঘণ্টায়। শনিবারে তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা ৩ শতাংশ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। শনিবার এই সংখ্যাটি ছিল ৮ হাজার ৬০৩।
সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। তবে তা খুব একটা উদ্বেগের নয় বলেই মত বিশেষজ্ঞদের। তবে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও, ফের নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নতুন রূপ ওমিক্রন। ইতিমধ্যেই দেশে চার জনের দেহে ওমিক্রনের হদিশ মিলেছে। তার মধ্যে কর্নাটকে দু’জন, গুজরাত এবং মুম্বইয়ে এক জন করে আক্রান্ত হয়েছেন। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।