ফাইল চিত্র।
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভেসে গিয়েছে ভারতের প্রতিষেধক কূটনীতির প্রয়াস। বিভিন্ন চিকিৎসা পণ্যের জন্যও এখন আমেরিকা-সহ বিভিন্ন দেশের দ্বারস্থ নয়াদিল্লি। একের পর এক সরঞ্জাম বোঝাই বিদেশি বিমান পৌঁছচ্ছে ভারতের বিমানবন্দরে। এই পরিস্থিতিতে জো বাইডেন প্রশাসনের থেকে সাহায্যকে সুনিশ্চিত করতে আগামী রবিবার এক সপ্তাহের জন্য আমেরিকা যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ছাড়াও রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। দেখা করবেন বাইডেন মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গেও।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে অক্সিজেন প্লান্ট, কনসেনট্রেটর, রেমডেসিভিয়ারের মতো ওষুধ, সিরাম ইনস্টিটিউটের প্রতিষেধক তৈরির কাঁচামাল জোগান দিয়েছে বাইডেন সরকার৷ আমেরিকার কাছে এই মুহূর্তে অ্যাস্ট্রাজ়েনেকা, ফাইজ়ার, মডার্না, জনসন অ্যান্ড জনসনের প্রতিষেধকের ডোজ় রয়েছে৷ আমেরিকা থেকে যত বেশি সম্ভব প্রতিষেধক ভারতে আনা যায়, জয়শঙ্কর সেই চেষ্টা করবেন। আমেরিকার টিকা উৎপাদক সংস্থাগুলির সঙ্গে কথা বলে ভারতে তারা প্রতিষেধক উৎপাদন করতে পারে কি না, সেই বিষয়েও আলোচনা হবে৷