National News

করোনা-আতঙ্কে রামনবমী মেলায় কাটছাঁট

ভক্তদের কাছে আবেদন করা হয়েছে, এ সময়ে কেউ যেন মন্দিরেও না যান।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ০২:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

করোনা-আতঙ্কের মধ্যেও আগামী সপ্তাহে শুরু হতে চলেছে রামনবমী মেলা। যদিও কাটছাঁট করা হচ্ছে জাঁকজমকে। বন্ধ করা হয়েছে প্রথম দিনের ‘রাম কোট পরিক্রমা’। প্রতি বছর লক্ষ লক্ষ লোক ভিড় করেন রামনবমী মেলায়। ২৪ মার্চ মেলা শুরুর প্রথম দিনেই পরিক্রমাটি হওয়ার কথা ছিল। রামের জন্মদিনে তাঁর জন্মস্থল বলে চিহ্নিত এলাকাটি পরিক্রমা করেন ভক্তেরা। অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য মহন্ত রাজ কুমার বলেন, ‘‘অযোধ্যায় আরও এ রকম অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিক্রমা আমরা করে থাকি। ২৪ মার্চ সে রকম একটি পরিক্রমা হওয়ার কথা ছিল। কিন্তু মুহূর্তে করোনাভাইরাস সংক্রমণ শুধু দেশের নয়, গোটা বিশ্বের কাছে আতঙ্ক। আমরা চাই না, এখানে এসে কেউ সংক্রমিত হন। তাই এই অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।’’

Advertisement

কমিটির তরফে ভক্তদের কাছে আবেদন করা হয়েছে, এ সময়ে কেউ যেন মন্দিরেও না যান। সরযূ নদীতে কেউ যেন স্নান না করেন, তা-ও বলা হয়েছে। কাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রাজ্যবাসীকে মন্দিরে না-যেতে আবেদন করেছেন। তবে কাল অযোধ্যা নিয়ে কিছু উল্লেখ করেননি যোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত সব চেয়ে বেশি সংক্রমণের খবর মহারাষ্ট্রে। তার পরে কেরল। তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। যোগীর রাজ্যে করোনা-আক্রান্ত ২৩ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement