Coronavirus

অর্থনীতি চাঙ্গা করতে পরিকল্পনা করুন, মন্ত্রীদের বললেন মোদী

বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ, রেলমন্ত্রী পীযূষ গয়াল, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরির মতো মন্ত্রীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০২০ ১৮:৩১
Share:

মন্ত্রিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র

করোনাভাইরাসের সংক্রমণের আগে থেকেই অর্থনীতি ধুঁকছিল। টানা লকডাউনের জেরে আরও তলানিতে পৌঁছেছে। তার মধ্যেই আরও দু’সপ্তাহ বাড়ছে লকডাউন। শুক্রবারের এই ঘোষণার আগেই মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অর্থনীতির হাল ফেরাতে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রাখার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এই বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী পীযূষ গয়াল, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরির মতো মন্ত্রীরা।

Advertisement

রবিবার শেষ হওয়ার কথা ছিল লকডাউন। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে আরও দু’সপ্তাহের জন্য অর্থাৎ ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি হচ্ছে। ফলে অর্থনীতির গতি আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে এবং অর্থনীতির চাকা সচল করতে আরও কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন মোদী। পিএমও-র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অর্থনীতির গতি চাঙ্গা করতে করোনার আবহে আরও বিদেশি বিনিয়োগ আনা এবং স্থানীয় স্তরে বিনিয়োগকারীদের উৎসাহ আরও বাড়াতে আলোচনা হয়েছে।’’

গ্রিন জোন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ইতিমধ্যেই কৃষি ও ছোট শিল্পক্ষেত্রের কাজকর্ম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পড়ুয়া, পর্যটক ও পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার অনুমতি দিয়েছে কেন্দ্র। শুক্রবার বিশেষ ট্রেনে তেলঙ্গানা থেকে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ট্রেনও চলেছে। গ্রিন এবং অরেঞ্জ জোনকে ঘিরে কী ভাবে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন পরিকল্পনা করা যায়, কী ভাবে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানো যায় এবং দেশীয় শিল্পপতিদেরও বিনিয়োগে আগ্রহী করে তোলা যায়— সেই সব বিষয় নিয়ে এ দিন মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন বলে বৈঠক সূত্রে খবর মিলেছে। তবে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে এবং নতুন করে করোনাভাইরাসে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা না থাকে, সেই দিকে চূড়ান্ত খেয়াল রেখে এগনোর কথাও প্রধানমন্ত্রী বলেছেন বলে খবর।

Advertisement

আরও পড়ুন: সামাজিক দূরত্ব মেনেই পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন, সায় দিল কেন্দ্র

আরও পড়ুন: কেন্দ্র বলল, বাংলায় ১০টি রেড জোন, প্রতিবাদ জানিয়ে রাজ্য বলল ৪

গতকাল বৃহস্পতিবারও অর্থনীতির হাল ফেরাতে এবং বিনিয়োগ টানতে সংশ্লিষ্ট একাধিক মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মোদী। তার পর এ দিন মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রী কার্যত স্পষ্ট করে দিয়েছেন, করোনার পরীক্ষায় উতরে যাওয়ার পর সরকারের মূল লক্ষ্যই অর্থনীতির গতিকে চাঙ্গা করা।

অভূতপূর্ব পরিস্থিতি স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী শেয়ার করুন আমাদের ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায় কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement