Coronavirus

দেশে আক্রান্ত বেড়ে ১৭ হাজার, মহারাষ্ট্রেই সংক্রমিত ৪ হাজারের বেশি

সারা দেশে মোট করোনা আক্রান্ত ১৫ হাজার ৭১২। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ১১:০৩
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আগামিকাল সোমবার থেকে দেশে লকডাউনের কড়াকড়ি কিছুটা শিথিল হচ্ছে। খুলে যাচ্ছে গ্রামীণ ও কৃষি অর্থনীতির অনেকটাই। কিন্তু তার আগেই দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল দেড় হাজারের গণ্ডি। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, এখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১১৬ জন।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩২৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসায় মোট সুস্থ হয়ে উঠেছেন ২৩০১ জন।

এই দিনেই করোনাভাইরাসে মৃতের সংখ্যাও ৫০০ ছাড়িয়ে গিয়েছে। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। মোট মৃতের মধ্যে ২১১ জনই মহারাষ্ট্রের। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ৭০ জনের। তার পর রয়েছে গুজরাত (৫৮) ও দিল্লি (৪২)।

Advertisement

করোনা সংক্রমণে গোড়া থেকেই আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৩৬৫১। তার পরেই রয়েছে এর ঠিক পরেই রয়েছে দিল্লি। রাজধানীতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯৩। মহারাষ্ট্র ও দিল্লি ছাড়া এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এমন রাজ্য রয়েছে আরও পাঁচটি— তামিলনাড়ু (১৩৭২), মধ্যপ্রদেশ (১৪০৭), রাজস্থান (১৩৫১) ও গুজরাত (১৬০৪) ও উত্তরপ্রদেশ (১০৮৪)। তেলঙ্গানায় আক্রান্তের সংখ্যা হাজার ছুঁইছুই। সেখানে সংক্রমিত হয়েছেন ৮৪৪ জন।

আরও পড়ুন: ‘হটস্পট’ জেলার মধ্যে ‘কনটেনমেন্ট’ এলাকা সিল করে দিচ্ছে রাজ্য

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৩১০। মৃত্যু হয়েছে ১২ জনের। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৬২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। তবে নবান্নের দেওয়া হিসেব অনুযায়ী, এ রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৯৮। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এ রাজ্যে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আরও পড়ুন: করোনা আক্রান্তের মৃত্যু, এসএসকেএমে ৮ চিকিৎসক-সহ ১৪ জন কোয়রান্টিনে

আগামিকাল সোমবার থেকে সারা দেশেই কৃষিকাজ, মাছচাষ ও পশুপালন, উদ্যান পালন, ছোট শিল্প-কারখানা ও শিল্প প্রতিষ্ঠান, চা-কফি-রাবার চাষ, কেন্দ্র ও রাজ্য সরকারি অফিসের মতো একাধিক ক্ষেত্র খুলে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, লকডাউনের জেরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ অন্যান্য দেশের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে। কিন্তু এই সব ক্ষেত্র খুলে দেওয়ার পর সংক্রমণ কিছুটা বাড়তে পারে বলে অনেকেরই আশঙ্কা। যদিও লকডাউনের নিয়মকানুনের এই শিথিলতা শুধুমাত্র নন হটস্পট এলাকাতেই সীমাবদ্ধ। আবার সেখানেও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার কথা বলা হয়েছে।


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement