Coronavirus in India

অসমে ৫০ হাজারের বেশি সংক্রমিত

এ দিকে হোজাইতে যোগীজান করোনা হাসপাতাল থেকে করোনায় আক্রান্ত কয়েদি পালিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২০ ০৩:৪২
Share:

—ফাইল চিত্র।

অসমে কোভিড আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি পার করে গেল। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, গত ২৪ ঘণ্টায় অসমে মোট ৫৯ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ২২৮৪ জন নতুন রোগীর সন্ধান মিলেছে। তাই পজ়িটিভিটির হার কমে হয়েছে ৩.৮৬ শতাংশ। যা সাম্প্রতিককালে সবচেয়ে কম। বৃহস্পতিবার সকাল পর্যন্ত অসমে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ৪৪৫ জন।

Advertisement

আবার তেমনই গত কাল ১৪৭১ জন রোগী সুস্থ হয়ে ছাড়াও পেয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৩৫ হাজার ৮৯২ জন। সুস্থতার হার ৭১.২০ শতাংশ। চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে ১৪ হাজার ৪২৯ জন। মৃতের সংখ্যা ১২৬।

এ দিকে হোজাইতে যোগীজান করোনা হাসপাতাল থেকে করোনায় আক্রান্ত কয়েদি পালিয়েছে। এটিএম লুটের ঘটনায় জড়িত থাকা সাদ্দাম আলি করোনা আক্রান্ত হওয়ায় তাকে বুধবার সকালে যোগীজান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সন্ধ্যায় সে হাসপাতালের কাচের জানালা ভেঙে পালিয়ে যায়। তার সন্ধান চলছে।

Advertisement

রাজ্যে কোভিড আক্রান্ত পুলিশকর্মীর সংখ্যাও ক্রমে বাড়ছে। তা পার করেছে দু’হাজারের গণ্ডি। বুধবার পর্যন্ত হিসেবে রাজ্যে ২০০৯ জন পুলিশকর্মী আক্রান্ত। তাঁদের মধ্যে ১৪১৩ জন সুস্থ হয়েছেন। ৫৪৬ জন ফের কাজে যোগও দিয়েছেন। এখন পর্যন্ত পাঁচ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে কোভিডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement