প্রতীকী ছবি।
দেশের দৈনিক সংক্রমণ বুধবার পৌঁছে গিয়েছে ৩ লক্ষের দোড়গোড়ায়। ভারতে একদিনে ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন কোভিড আক্রান্ত। গোটা অতিমারি পর্বে কোনও একটি দেশে সর্বোচ্চ। এই সংক্রমণের অর্ধেকেরও বেশি হয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক এবং কেরল— এই ৫টি রাজ্যে।
করোনার প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়েও সবথেকে বেশি বেসামাল মহারাষ্ট্র। দৈনিক সংক্রমণে এ বছরও দেশের শীর্ষে সে রাজ্য। গত কয়েকদিন ধরেই ৬০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন সেখানে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৯৭ জন। মারা গিয়েছেন ৫১৯ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশের পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫৭৪ জন। দিল্লিতে বুধবার ২৮ হাজার ৩৯৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। একদিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যাই সর্বোচ্চ রাজধানীতে। কর্নাটক এবং কেরলেও লাফিয়ে বেড়েছে দৈনিক আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় কর্নাটকে সাড়ে ২১ হাজার এবং কেরলে সাড়ে ১৯ হাজারের বেশি কোভিডে আক্রান্ত হয়েছেন।
ছত্তীসগঢ় (১৫,৬২৫), মধ্যপ্রদেশ (১২,৭২৭), গুজরাত (১২,২০৬), রাজস্থানে (১২,২০১) সংক্রমণ পরিস্থিতির অবনতি হয়েছে গত কয়েকদিনে। পশ্চিমবঙ্গ এবং বিহারেও আক্রান্তে বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত ২৪ ঘণ্টায় বিহারে ১০ হাজার ছাড়িয়েছে এবং এ রাজ্যে ১০ হাজারের দোড়গোড়ায় পৌঁছে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ (৮,৯৮৭), হরিয়ানা (৭,৮১১), তেলঙ্গানা (৬,৫৪২), ঝাড়খণ্ড (৫,০৮০) ওড়িশা (৪,৭৬১), পঞ্জাবেও (৪,৬৫৬) কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে। অসম, হিমাচল প্রদেশ, গোয়াতেও আক্রান্ত ১ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। লাদাখ এবং সিকিমেও গত ক’দিনে দৈনিক আক্রান্ত বেড়েছে।