Coronavirus in India

‘লকডাউনে দ্রুত বিবর্তন', মানুষের মতো বানরও ওড়াচ্ছে ঘুড়ি

বাড়ির ছাদে দাঁড়িয়ে উড়ন্ত ঘুড়ির সুতো ধরে টানছে একটি বানর। এক সময় ঘুড়িটি তার হাতে চলেও আসে। বানরটি হয়তো মানুষকে এমন করে ঘুড়ির সুতো ধরে টানতে দেখেছ। আর তা দেখে তারও ইচ্ছে হয়েছে ঘুড়ি ওড়াতে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ১৫:৪৭
Share:

বানরের হাতে ঘুড়ির সুতো। ছবি: টুইটার থেকে নেওয়া।

লকডাউনের জেরে বহু পশুপাখির এমন কিছু আচার আচরণ সামনে আসছে, যা আগে দেখা যায়নি। এবার মানুষের মতো ঘুড়ি নিয়ে খেলতে দেখা গেল এক বানরকে। করোনার আতঙ্কের মাঝেই এমন মজার এক ভিডিয়ো স্বাভাবিক ভাবেই ভাইরাল হতে সময় নেয়নি।

Advertisement

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা এদিন ভিডিয়োটি তাঁর টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন। পোস্টে তিনি নিশ্চিত করে বলেছেন, ঘুড়িটি নিয়ে যে খেলছে সে একটি বানরই। যদিও ভিডিয়োটি কোন জায়গায়, কবে ক্যামেরাবন্দি হয়েছে তা উল্লেখ করেননি সুশান্ত।

ভিডিয়োটি দূরের এক বাড়ি থেকে ক্যামেরাবান্দি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির ছাদে দাঁড়িয়ে উড়ন্ত ঘুড়ির সুতো ধরে টানছে একটি বানর। আর যাঁরা সেই ঘটনা ক্যামেরাবন্দি করছিলেন, তাঁরা চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করছেন। সেই সঙ্গে হাসাহাসিও করছেন বানরের এমন কাণ্ড দেখে। কিন্তু হয় বানরটি তা শুনতে পায়নি বা শুনতে পেলেও তাতে তার কিছু যায় আসেনি। তাই সে নিজের মতো করেই সুতো ধরে টেনে যাচ্ছিল ঘুড়িটিকে। এক সময় ঘুড়িটি তার হাতে চলেও আসে।

Advertisement

আরও পড়ুন: পর্যটক-শূন্য সৈকত দখল নিয়েছে কুমিরের দল

আরও পড়ুন: লকডাউনের মধ্যেই এয়ার অ্যাম্বুল্যান্সে দম্পতির কাছে এল সদ্যোজাত

বানরটি হয়তো মানুষকে এমন করে ঘুড়ির সুতো ধরে টানতে দেখেছ। আর তা দেখে তারও ইচ্ছে হয়েছে ঘুড়ি ওড়াতে। সেই সুযোগও এবার পেয়ে গেল। ভিডিয়োটি পোস্ট করে সুশান্ত মজার ছলেই লিখেছেন, ‘লকডাউনের মাঝে বিবর্তন দ্রুত হচ্ছে’।

দেখুন সেই ভিডিয়ো:

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement